Bolo Dugga Maiki(বল দুগ্গা মাঈকি) Song by Nakash Aziz And Nikhita Gandhi. Durga Puja Song 2020 Music Composed by Jeet Gannguli And written by Prasen.
Image source : Youtube
Bolo Dugga Maiki (বল দুগ্গা মাঈকি) song details:
Bolo Dugga Maiki song lyrics:
বল দুগ্গা মাঈকি - জয় ..
এলো এলো এলো দুগ্গা মা
এলো এলো এলো দুগ্গা মা ..
এলো এ একচালাতে
ছেলে মেয়ের সঙ্গে সাথে,
কটা দিন জমিয়ে মজা
ছোট-বড় সবাই রাজা।
এতটাই বড় মায়ের মন ..
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা ..
ঢাকের আওয়াজ, শাঁখের আওয়াজ
মন করে চনমন,
অল্প হলেও আড্ডা হবে গুছিয়ে উচাটন।
কাছেদের সঙ্গে পেলে, খুশি আর ধরে না
ছুটে গেলে ফুর্তি দেদার কিছু মনে পড়ে না,
এ কদিন অন্য রে জীবন ..
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা ..
বলো দুগ্গা মাঈকি - জয়
কাঁশবনেতে লাগবে দোলা শরৎ শরৎ মেঘ
রাস্তাতে ওই ঝরনা আলোর জাগাবে আবেগ।
এলো এ একচালাতে
ছেলে মেয়ের সঙ্গে সাথে,
কটা দিন জমিয়ে মজা
ছোট-বড় সবাই রাজা।
এতটাই বড় মায়ের মন ..
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা ..
বলো দুগ্গা মাঈকি - জয়.