Shopner Khoj Song Lyrics(স্বপ্নের খোঁজ) is Sung by Shiekh Sadi. The melodious song is starring Samira Khan Mahi. Music Composed by Alvee Al Berunee and written by Jhilam Gupta.
Image source : Youtube
Shopner Khoj song details:
Shopner Khoj (স্বপ্নের খোঁজ) song lyrics:
সবকিছু জেনেও নয় যেন,
পাও কেন ভয়?
প্রেম মানে সৃষ্টি ক্ষতি নয়,
ধরা ছোঁয়া চায়।
কেন তুমি মৌন?
সবকিছু জেনেও নয় যেন,
পাও কেন ভয়?
প্রেম মানে সৃষ্টি ক্ষতি নয়,
ধরা ছোঁয়া চায়।
আমার হৃদয় তুমি নাও
সরে যেতে চাও,
যাচ্ছ যাওয়ার হলে যাও।
আমি তোমাকে নিয়ে মিটিংয়ে মিছিলে
হেঁটে যেতে চাই রোজ,
আমি তোমার চোখে আমার বিপ্লব,
দেখি স্বপ্নের খোঁজ ...
বাহিরে নয় ভেতরটায়
আমি খুঁজেছি তোমায়,
মেঘলা রাতে, সব আঘাতে
পেয়েছি তোমায়।
কেন তুমি দূরে?
গল্প উড়ে পুড়ে যায়,
শাপোদের ঘ্রান
আমায় চিরে খুঁড়ে খায়,
সাদা-কালো ঝড়
আমি রোজই কিস্তিমাত,
মন চুরমার
শুধু করেছো আঘাত,
আমার বিস্বাদ বুঝি বিশাল বড়ো
সিগারেটের পোড়া ছাই,
তবু বৃষ্টি নামলে বারান্দাতে
জল ছুঁয়ে দিতে যায় ..